Country

8 hours ago

BJP Remembers:শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা নিবেদন বিজেপির, পুষ্পার্ঘ্য নিবেদন অশ্বিনী ও রেখার

Rekha offer floral tribute
Rekha offer floral tribute

 

নয়াদিল্লি, ৬ জুলাই : জনসংঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন করল বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং অন্যান্য দলীয় নেতারা রবিবার সকালে দিল্লিতে জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর ছবিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন, "এই দেশের মাটিতে যদি কেউ প্রথম জাতীয়তাবাদের বীজ বপন করে থাকেন, তিনি হলেন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি দেশে 'প্রথমে রাষ্ট্র' এই চেতনা জাগিয়ে তুলেছিলেন। সেই সময়ের সরকারগুলি যখন দেশের বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছিল, তখন তিনি তাঁর মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেছিলেন এবং ভারতের ঐক্যের জন্য লড়াই করেছিলেন। একটি দেশের দু'টি সংবিধান, দু'টি প্রধান এবং দু'টি পতাকা থাকতে পারে না' - এই কথা বলার সাহস তাঁর ছিল।"

You might also like!