দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীর্ঘ দুই মাসের অবরোধ ও সংঘর্ষের মধ্যে মানবতাবোধকে কলঙ্কিত করেছে গাজায় ত্রাণের লাইনে ইজরায়েলি সেনাদের গুলিবর্ষণ। রাষ্ট্রসংঘের মানবাধিকার দপ্তর গত রিপোর্টে জানায়, গাজায় ত্রাণ নিতে লাইনে দাঁড়িয়ে থাকা অন্তত ৭৯৮ জন প্যালেস্টিনীয় নিহত হয়েছেন এহেন বর্বরোচিত আক্রমণে। ত্রাণের জন্য অপেক্ষমাণ বুভুক্ষদের ভিড়ে হঠাৎ ছুটে আসা বুলেটের করুণ চিত্রটি সম্প্রতি গাজায় দৈনন্দিন হামলায় পরিণত হয়ে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের পাঠানো ত্রাণ সামগ্রী সেখানে পৌঁছলেও, সেই সামগ্রী পেতে এসে গাজার অসহায় মানুষদের ওপর গুলি চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে মার্কিন ত্রাণ শিবির ও অন্যান্য ত্রাণ শিবিরের সামনে সাধারণ মানুষের উপর ইজরায়েলি সেনাদের গুলিবর্ষণ সারা বিশ্বের মানুষের নজর কেড়েছে।
জেনেভায় সাংবাদিক সম্মেলনে রাষ্ট্রসংঘের তরফে জানানো হয়েছে, ৭ জুলাই পর্যন্ত প্রাপ্ত তথ্য থেকে জানা যাচ্ছে এখনও পর্যন্ত ত্রাণের জন্য আসা ৭৯৮ জন প্যালেস্তিনীয়কে খুন করা হয়েছে। এর মধ্যে ৬১৫ জনের মৃত্যু হয়েছে ত্রাণ শিবির অঞ্চলে। বাকিরা নিহত হয়েছেন ত্রাণশিবিরের দিকে যাওয়ার রাস্তাতেই।
ইহুদি সেনারা গাজা অবরোধ করে প্রায় আড়াই মাস ধরে চলমান সামরিক অভিযান চালিয়ে আসছিল। পরিস্থিতি গুরুতর হওয়ায় আন্তর্জাতিক চাপের মুখে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবশেষে ত্রাণ প্রবেশের অনুমতি দেন। এরপর থেকে বিভিন্ন দেশের সাহায্যকারী সংস্থাগুলো গাজায় ত্রাণ পাঠানোর চেষ্টা করলেও, ভিড় ও সংকটের কারণে ট্রাক লুটের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। দুর্ভিক্ষ ও ঘুমন্ত মানুষের ভিড়ে ত্রাণ সরবরাহের কাজ একেবারেই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। গাজার মানুষ যারা ত্রাণ নিতে লাইনে দাঁড়িয়েছেন, তাদের ওপর ইজরায়েলি সেনাদের গুলি চালানো আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানবতাবোধের বিরুদ্ধে গুরুতর লঙ্ঘন বলে বিশ্ববাসী মনে করছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে সংঘাত নিরসন ও ত্রাণ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
বিশ্বজুড়ে এই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় হস্তক্ষেপ ছাড়া গাজার সাধারণ মানুষের দুর্ভোগ অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। মানবাধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য গাজার সংকটপূর্ণ পরিস্থিতিতে নজর রাখতে বিশ্ববাসীকে তাগিদ দিয়েছে বিভিন্ন মানবতাবাদী সংগঠন।