দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজ্যের রেল পরিকাঠামোয় আরও একধাপ উন্নয়নের পথে হাঁটছে পূর্ব রেল। শিয়ালদহ ডিভিশনে খুব শীঘ্রই যুক্ত হতে চলেছে আরও একটি এসি লোকাল ট্রেন এবং একটি নতুন ইন্টারসিটি এক্সপ্রেস। রেল সূত্রে খবর, সব কিছু ঠিকঠাক থাকলে ১৮ জুলাই এই দুটি ট্রেন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে, এবং এই দিনটির উদ্বোধন হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে দিল্লি থেকে ভার্চুয়াল সূচনার মাধ্যমে। পূর্বে শিয়ালদহ রেল ডিভিশনে এসি লোকাল পরিষেবা থাকলেও তা সীমিত ছিল। এবার আরও একটি এসি লোকাল বনগাঁ শাখায় চলাচল করবে। রেলের তরফে জানানো হয়েছে, এটি বারাসত অথবা বনগাঁ পর্যন্ত চলবে। এই ট্রেনটি গ্যালপিং পরিষেবা হিসেবে চালু হবে, অর্থাৎ কম স্টেশনে থেমে দ্রুত গতিতে চলবে। দীর্ঘদিন ধরেই এই এসি রেকটি কারসেডে প্রস্তুত অবস্থায় পড়ে ছিল, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক উদ্বোধনের অপেক্ষায় সেটি চলাচল শুরু করতে পারেনি।
একই দিনে চালু হতে পারে আরও একটি নতুন পরিষেবা—কলকাতা-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস। জানা গিয়েছে, এই ট্রেনটি সপ্তাহে শনিবার ও রবিবার, দুই দিন চলবে। রুট হিসেবে নির্ধারিত হয়েছে কলকাতা → রানাঘাট → মুর্শিদাবাদ → আজিমগঞ্জ → মালদহ। এই রুটের যাত্রীদের জন্য এটি অত্যন্ত উপযোগী ও সময়সাশ্রয়ী হবে বলে মনে করছেন রেল আধিকারিকেরা। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেন দু’টি সম্ভবত আগামী ১৮ জুলাই পথচলা শুরু করতে পারে। ১৮ জুলাই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দিল্লি থেকে আনুষ্ঠানিকভাবে সূচনা কর্মসূচী হতে পারে। সেদিনই দুটি রুটে এসি লোকাল ও ইন্টারসিটি এক্সপ্রেসের উদ্বোধন হবে। তবে নতুন এসি লোকাল ও ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনের নির্দিষ্ট সময়সূচি এখনও রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। একইভাবে, ভাড়ার ক্ষেত্রেও কোনও চূড়ান্ত ঘোষণা আসেনি। যদিও এসি লোকালের সম্ভাব্য ভাড়ার একটা প্রাথমিক ধারণা মিলেছে, ইন্টারসিটি এক্সপ্রেসের ভাড়া নিয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে রেল সূত্রে ইঙ্গিত, খুব শীঘ্রই এই সমস্ত তথ্য সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে।
পূর্ব রেলের এই উদ্যোগে দক্ষিণবঙ্গের যাত্রীদের সুবিধা আরও বাড়বে। বিশেষ করে দৈনন্দিন যাতায়াত এবং স্বল্প দূরত্বের ভ্রমণে এসি লোকাল যেমন বাড়তি স্বস্তি দেবে, তেমনই নতুন ইন্টারসিটি ট্রেন ব্যবসায়ী ও পর্যটকদের জন্য দারুণ বিকল্প হতে চলেছে। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক সূচনার।