কলকাতা, ১১ জুলাই : যাত্রীদের প্রত্যাশিত ভিড় কমাতে, রেলওয়ে শ্রাবণী মেলা চলাকালীন জসিডিহ ও আরা-র মধ্যে মেমু স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ১৩.০৭.২০২৫ থেকে ১০.০৮.২০২৫ (৫টি ট্রিপ) প্রতি রবিবার ০৩২৭০ আরা - জসিডিহ শ্রাবণী মেলা মেমু স্পেশাল আরা থেকে ০০:১৫ মিনিটে ছাড়বে। একই দিনে ১২:১০ টায় জসিডিহ পৌঁছাবে। একই সময়কালে ০৩২৬৯ জসিডিহ - আরা শ্রাবণী মেলা মেমু স্পেশাল ট্রেনটি প্রতি রবিবার (৫টি ট্রিপ) এবং রাত ১২:৩০ টায় জসিডিহ থেকে ছেড়ে রাত ১১:৪৫ টায় আরা পৌঁছাবে। বিশেষ ট্রেনটি জসিডিহ এবং কিউলের মধ্যে সমস্ত স্টেশনে থামবে। পূর্ব রেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানা গিয়েছে।