Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Entertainment

1 month ago

‘Hooliganism’: 'রসিকতা শালীনতার মাত্রা না ছাড়ালেই ভালো', অনির্বাণের ‘হুলিগানিজম’ গান নিয়ে মন্তব্য দিলীপের!

Dilip Ghosh
Dilip Ghosh

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অনির্বাণ ভট্টাচার্যের 'হুলিগানিজম'-এর গানটি নিয়ে নেটপাড়ায় শোরগোল চলছে। রবিবার মিলনমেলা প্রাঙ্গনে অনির্বাণ তার গানের মাধ্যমে বাংলার রাজনীতিতে থাকা 'তিন ঘোষ'কে একসূত্রে গেঁথেছিলেন। এই রাজনৈতিক স্যাটায়ারমূলক গানটি নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে, বিশেষ করে রাজনৈতিক মহলে। তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং বামনেতা শতরূপ ঘোষ গানটির প্রশংসায় পঞ্চমুখ হলেও, বিজেপি নেতা দিলীপ ঘোষ বিষয়টি ভালোভাবে নেননি।

এদিন ব্যান্ডের উর্দি গায়ে মঞ্চে একের পর এক বোমা ফাটালেন অনির্বাণ! ব়্যাপের আঙ্গিকে গানের কথার ছত্রে ছত্রে রাজনীতির কারবারিদের নাম নিতে শোনা যায় অভিনেতাকে। ততোধিক উল্লাসে ফেটে পড়েন নিচে দাঁড়িয়ে থাকা শ্রোতা-দর্শক। কী এমন শব্দচয়ন ছিল সেই গানে? মঞ্চে পারফরম্যান্সের মাঝেই অনির্বাণকে বলতে শোনা যায়, “ভাই আর এক ঘোষও আছে। দাদা খুবই রোম্যান্টিক। ঘোষ দিয়ে যায় চেনা। গয়না-দোকান সব তুলে দাও গরুর দুধে সোনা!” উল্লেখ্য, ‘হুলিগানিজম’-এর নতুন এই গান নিয়ে সোশাল মিডিয়ায় কোনওরকম প্রতিক্রিয়া না দিলেও এবার এক সংবাদমাধ্যমের কাছে এপ্রসঙ্গে মুখ খুলেছেন দিলীপ ঘোষ।

প্রবীণ বিজেপি নেতার মন্তব্য, “বাকস্বাধীনতা তো সকলের আছে তবে, শালীনতার মাত্রা যেন না ছাড়ায়। রসিকতা যেন শালীনতার বাইরে না যায় কিংবা কারও আদর্শ বা নীতিতে আঘাত না করে, সে বিষয়ে সতর্ক থাকা উচিত। শুধুমাত্র জনপ্রিয়তা এবং মনোরঞ্জনের জন্য যাকে যা ইচ্ছে বলার অধিকার কারও নেই। সে বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন।” যদিও কুণাল ঘোষ অনির্বাণের এহেন পলিটিক্যাল স্যাটায়ারে মোটেই রাগ করেননি। বরং সেই গানের ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করে খোদ অভিনেতা-পরিচালক-গায়কের ঢালাও প্রশংসা করেছেন। তৃণমূল নেতার মন্তব্য, “অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যর নতুন ব্যান্ড ‘হুলি-গান-ইজম’ এর গানের অংশ। আমার মজা লেগেছে, ভালো লেগেছে। গানের ধরণ, উপস্থাপনাও উপভোগ করলাম। একটু তির্যক? তাতে কী! কুণাল ঘোষ এসব মজা নিতে জানে। ভালো থেকো অনির্বাণ।” এমনই সুর শতরূপ ঘোষের কণ্ঠেও। শতরূপের মন্তব্য, “আমরা সবসময় চাই শিল্পীরা পলিটিক্যাল স্ট্যান্ড নিক। তাঁদেরও রাজনৈতিক মতামত থাক। আমার নাম নিয়েছে আমি কৃতজ্ঞ। তাতে যদি কোনও তির্যকতা থেকে থাকে, আমরা মনে করি, আমাদের সমালোচনা শিল্পের মাধ্যমে উঠে আসতেই পারে।”

You might also like!