নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর : কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। শুক্রবার দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে পীযূষ গোয়েল বলেছেন, "যখন আমাদের সরকার ক্ষমতায় আসে, তখন আমরা সকলেই জানি, সেই সময়ে দেশের অর্থনীতি কতটা দুর্বল ছিল। কংগ্রেসের শাসনকালে দুর্নীতি করা ছাড়া, তারা কোনও রূপান্তরমূলক সিদ্ধান্ত নেয়নি। তারা কেবল প্রতিশ্রুতি দিত, কিন্তু পদক্ষেপের অভাব ছিল।"
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, "অটল বিহারী বাজপেয়ীজিই একসময় একীভূত কর ব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু যখন ইউপিএ সরকার আসে, তারা প্রতিশ্রুতি দিয়েই চলে, কোনও পদক্ষেপ না নিয়ে। রাজ্য সরকারগুলির তাদের উপর কোনও আস্থা ছিল না।" জিএসটি সংস্কারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "এই ঐতিহাসিক এবং ব্যাপক সংস্কারের জন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই, যা দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, সম্ভবত স্বাধীনতার পর এত বড় পরিসরে প্রথমবারের মতো দেশের কর কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে।"