কলকাতা, ৪ জুলাই : “বিজেপি মুসলিম বিরোধী নয়, বিজেপি মুসলমানদের হাত থেকে তলোয়ার কেড়ে নিয়ে কলম ধরাতে চায়। বিজেপির রাজ্য সভাপতি হিসাবে নিজের প্রথম ভাষণে বৃহস্পতিবার এই মন্তব্য করেছেন শমীক ভট্টাচার্য। শুক্রবার তার ব্যখ্যা দিলেন তাঁর পূর্বসুরী, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। তথাগতবাবু সামাজিক মাধ্যমে লিখেছেন, “শমীক ভট্টাচার্য যথার্থই বলেছেন, বিজেপি সংখ্যালঘুদের বিরুদ্ধে কোন যুদ্ধে নামেনি। সংখ্যালঘু মানে এক্ষেত্রে ভারতীয় মুসলমান। চোরাপথে ঢোকা বাংলাদেশী মুসলমানদের ভোটারতালিকা ও ভারতভূমি থেকে নিষ্কাশনের প্রক্রিয়া যে বিজেপি চালিয়ে যাবে একথা কোন বলার অপেক্ষা রাখে না।
তবে রাজনৈতিক বাস্তবতা বুঝতে হবে। কিছু ব্যতিক্রম বাদ দিলে মুসলমানদের ভোট যে বিজেপি কোনোদিনই পায়নি, পাবে না, একথা দিনের আলোর মত স্পষ্ট। কেন পাবে? বর্তমানে তৃণমূল ও অতীতে কংগ্রেস-সিপিএম মুসলমানদের প্রতি যেরকম উল্টে পড়ে নির্লজ্জ পক্ষপাতিত্ব করেছে তার পর তাদের ছেড়ে, যে বিজেপি সর্বধর্মসমভাব প্রচার করে তাকে মুসলমানেরা কোন যুক্তিতে ভোট দেবে? শফিকুল ইসলাম, আলী হোসেন বা কাজী মাসুম আখতাররা নিয়ম নয়, ব্যতিক্রম। পশ্চিমবঙ্গে শুধু নয়, সারা পৃথিবীতে এক বিলুপ্তির পথে আগুয়ান জনগোষ্ঠীর নাম বাঙালি হিন্দু। যে জনগোষ্ঠী স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ বা নেতাজি সুভাষচন্দ্রের মত মনীষীর জন্ম দিয়েছে সেই জনগোষ্ঠীকে বিলুপ্তি থেকে বাঁচাতে পারে একমাত্র পশ্চিমবঙ্গ বিজেপি।
এই প্রক্রিয়ায় মুসলমানদের কোন স্বাৰ্থ নেই, তাই তারা বিজেপিকে ভোট দেবে না। এ ব্যাপারে পশ্চিমবঙ্গ বিজেপির কিছু নেতার একটা hoping against hope গোছের মানসিকতা আছে - যদি আমরা একটা অন্য কোনো পন্থা নিই, অন্য কোনোভাবে মুসলমানদের তোয়াজ করি তাহলে তারা আমাদের ভোট দিলেও তো দিতে পারে! নতুন সভাপতি এই মানসিকতা থেকে পার্টিকে যত তাড়াতাড়ি ছাড়াতে পারেন ততই মঙ্গল।”