দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী মোদি ও ভ্লাদিমির পুতিন একে অপরের সঙ্গে খোশগল্পে হেঁটে যাচ্ছেন, পাশে পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার এসসিও বৈঠকের এই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে মিমের জন্ম দিয়েছে, যেখানে নেটিজেনদের মতে শাহবাজ যেন রেস্তরাঁয় টিপসের জন্য অপেক্ষা করছেন।
সোমবার এসসিও সম্মেলনে এক ফ্রেমে ধরা পড়লেন মোদি, শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন। রবিবার জিনপিংয়ের সঙ্গে বৈঠক করে নতুন বন্ধুত্বের বার্তা দিয়েছেন মোদি, আর সোমবার ‘পুরনো বন্ধু’ পুতিনের সঙ্গেও বৈঠক করছেন। এদিকে ট্রাম্পের রাশিয়ার তেল কেনার শাস্তি হিসেবে ভারতীয় পণ্যের ওপর ২৫% শুল্ক চাপানো হলেও, রাশিয়া ভারতীয় পণ্যের জন্য বাজার খুলে দেওয়ার আশ্বাস দিয়েছে।
এসসিও বৈঠকের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একে অপরকে জড়িয়ে ধরেছেন পুতিন এবং মোদি। তারপর হাসিমুখে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। যাওয়ার সময়েই একপাশে দাঁড়িয়ে ছিলেন শাহবাজ। কিন্তু মোদি-পুতিন তাঁর দিকে ফিরেও তাকাননি। পাক প্রধানমন্ত্রীকে সম্পূর্ণ উপেক্ষা করেই এগিয়ে যান তাঁরা। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক রাজনীতিতে পাকিস্তান কতখানি অপ্রাসঙ্গিক সেটা বোঝাতেই এমন আচরণ করেছেন। উল্লেখ্য, অপারেশন সিঁদুরের পর এই প্রথমবার মুখোমুখি হয়েছেন মোদি-শাহবাজ।
তবে এই ভিডিও ভাইরাল হতেই নানারকম মন্তব্য করেছেন নেটিজেনরা। কারোওর মতে, ‘রেস্তরাঁর ওয়েটারের মতো টিপসের জন্য অপেক্ষা করছেন শাহবাজ।’ আবার কেউ বা বলছেন, ‘পাক প্রধানমন্ত্রীর এমন অপমান আগে কেউ কখনও দেখেনি।’ কারোওর দাবি, ‘পাকিস্তানের ভিখারির দশা, তাই প্রধানমন্ত্রীও এইভাবে দাঁড়িয়ে রয়েছেন।’ উল্লেখ্য, এইভাবে এড়িয়ে যাওয়ার পরে এসসিও সম্মেলনে ভাষণ দিতে গিয়েও পাকিস্তানকে তুলোধোনা করেছেন মোদি।
Watch: Pakistan PM Shahbaz Sharif looks on as PM Modi, Russian President Putin walks past him at the SCO summit pic.twitter.com/aqIMQBuI6v
— Sidhant Sibal (@sidhant) September 1, 2025