Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Business

1 month ago

Gold & silver price today: বুধবার দেশীয় বাজারে বাড়লো সোনা - রুপোর দর

Gold and Silver prices today
Gold and Silver prices today

 

মুম্বই, ৩ সেপ্টেম্বর : দেশীয় বাজারে বুধবার বাড়লো সোনা - রুপোর দাম। এদিন দিল্লিতে কেজি প্রতি রুপোর দাম দাঁড়িয়েছে ১,২৭,১০০ লক্ষ টাকা। এদিন দিল্লিতে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১,০৬,২৫০ লক্ষ টাকা ও ২২ ক্যারেট সোনার দাম ৯৭,৪১০ হাজার টাকা। মুম্বইতে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১,০৬,১০০ লক্ষ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ৯৭,২৬০ হাজার টাকা। আহমেদাবাদে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১,০৬,১৫০ লক্ষ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ৯৭,৩১০ হাজার টাকা। চেন্নাইতে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১,০৬,১০০ লক্ষ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ৯৭,২৬০ হাজার টাকা। কলকাতায় প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১,০৬,১০০ লক্ষ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ৯৭,২৬০ হাজার টাকা।

লখনউয়ে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১,০৬,২৫০ লক্ষ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ৯৭,৪১০ হাজার টাকা। পাটনায় প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১,০৬,১৫০ লক্ষ টাকা ও ২২ ক্যারেট সোনার দাম ৯৭,৩১০ হাজার টাকা। জয়পুরে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১,০৬,২৫০ লক্ষ টাকা এবং ২২ ক্যারেট সোনা ৯৭,৪১০ টাকা।

উল্লেখ্য, সোনার দাম একাধিক বিষয়ের উপর নির্ভর করে। এগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল আন্তর্জাতিক বাজার, ট্রেড সম্পর্ক, শুল্ক, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, ইকুইটি, বন্ড, মার্কিন ডলার -সহ একাধিক মার্কেট এবং বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির হার। এই বিষয়গুলির জেরে সোনার দামে ওঠানামা দেখা যায়।

You might also like!