West Bengal

5 hours ago

SSC: নবম-দশম ও একাদশ-দ্বাদশ স্তরে কত শিক্ষক পদ খালি? রিপোর্ট দিল SSC

SSC
SSC

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:পরীক্ষার দু’দিন আগে শিক্ষক নিয়োগে শূন্যপদের পূর্ণ তালিকা প্রকাশ করল এসএসসি। শুক্রবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ, নবম-দশম ও একাদশ-দ্বাদশ স্তরে মোট শূন্যপদ ৩৫ হাজার ৭২৬।আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। ৭ সেপ্টেম্বর নবম-দশমের পরীক্ষা এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ পরীক্ষা। অংশ নিতে চলেছেন ৫ লক্ষ ৮৩ হাজার। নবম-দশমে শূন্যপদ ২৩ হাজার ২১২ এবং একাদশ-দ্বাদশে ১২ হাজার ৫১৪টি শূন্যপদ। এই তালিকায় রয়েছেন ১৭ শতাংশ ওবিসি।

উল্লেখ্য, শিক্ষক নিয়োগে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। তার ফলে চাকরিহারা অন্তত ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। সুপ্রিম নির্দেশ মেনে সেপ্টেম্বরের ৭ ও ১৪ তারিখ হতে চলেছে এসএসসি পরীক্ষা। উল্লেখ্য, সেই পরীক্ষা পিছনোর আবেদন জানিয়ে গত কয়েকদিন আগেই মামলা হয়। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চে এই মামলার শুনানি হয়। যদিও সেই মামলায় কোনও হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে ‘দাগি অযোগ্য’দের তালিকাও প্রকাশ করেছে এসএসসি। মোট ১৮০৬ জনের নাম রয়েছে ওই তালিকায়। ওই তালিকায় ছিল অযোগ্যদের নাম, রোল এবং সিরিয়াল নম্বরও। জানা গিয়েছে, এই তালিকা প্রকাশের আগে দফায় দফায় বৈঠক সারেন কমিশনের আধিকারিকরা। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও ওই বৈঠক হয় বলে খবর। এরপরই তালিকা প্রকাশ। কোনও কোনও ‘দাগি অযোগ্য’ এসএসসি পরীক্ষায় আবেদন জানান। তাঁদের আবেদনপত্র বাতিলের প্রক্রিয়াও শুরু হয়েছে।

You might also like!