Country

5 hours ago

Gandhi’s Legacy: ওয়ার্ধাকে ‘একবিংশ শতকে গান্ধীর ভাবনার ক্যানভাস’-এর আদল দিতে উদ্যোগী কেন্দ্র

Wardha to Become 21st Century Gandhian Canvas
Wardha to Become 21st Century Gandhian Canvas

 

ওয়ার্ধা, ৬ জুলাই : মহারাষ্ট্রের ওয়ার্ধাকে ‘একবিংশ শতকে গান্ধীর ভাবনার ক্যানভাস’-এর আদল দিতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। এ কারণে ৪৫ কোটি টাকার একটি বড় প্রকল্প হাতে নেওয়া হল।

মহাত্মা গান্ধীর সঙ্গে মহারাষ্ট্রের ওয়ার্ধার একটি অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। সেই স্মৃতিকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে আরও বাঁচিয়ে রাখার চেষ্টায় এই প্রকল্প রূপায়ণ হবে। এর দায়িত্ব নিয়েছে ‘দি ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দি আর্টস’। সহযোগিতায় আছে ওয়ার্ধার ‘মহাত্মা গান্ধী ইন্সটিট্যুট ফর রুরাল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন’। অতি সম্প্রতি এই দুই সংগঠনের মধ্যে একটি মউ স্বাক্ষরিত হয়েছে।

সূত্রের খবর, গান্ধী স্মৃতি ভবন, কস্তুরবার রান্নাঘর, ‘ওয়ার্ধা হাট’ প্রভৃতির ঐতিহাসিক তাৎপর্য, স্থাপত্য, সাংস্কৃতিক প্রেক্ষিতের পাশাপাশি গ্রামোন্ন ও গণ সংযোগের ওপরেও গুরুত্ব দেওয়া হবে।

প্রসঙ্গত, ১৯৩৪ সালে মহাত্মা গান্ধী জামনালাল বাজাজের আমন্ত্রণে ওয়ার্ধায় আসেন। ১৯৩৬ সালে সেবাগ্রামে তাঁর আশ্রম স্থাপন করেন গান্ধীজী। এটি তাঁর রাজনৈতিক ও আধ্যাত্মিক কার্যকলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তাঁর জীবনের শেষ ১২ বছর (১৯৩৬ -১৯৪৮) ওয়ার্ধাই ছিল তাঁর বাসস্থান ।


You might also like!