জম্মু, ৬ জুলাই : শনিবার গভীর রাতে জম্মুর আখনুরে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রণবীর খালে পড়ে যাওয়ায় গাড়ি চালকের মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত পৌনে একটা নাগাদ দেহরায়ানে রিং রোড ওভারহেড ব্রিজের কাছে একটি অজ্ঞাত গাড়ি রণবীর খালে পড়ে যায়। খবর পেয়ে কানাচক থানার পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান করে।
রবিবার সকালে এসডিআরএফ কর্মীরা খাল থেকে ডুবে যাওয়া গাড়িটি বের করে আনেন। গাড়ি চালাক উধমপুরের বাসিন্দা সাহিল চলোত্রাকে মৃত অবস্থায় গাড়ি থেকে বের করা হয়েছে। গাড়িতে অন্য কোনও যাত্রীর খোঁজ পাওয়া যায়নি। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।