দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :জন্মদিনে নতুন চমক! ৫ জুলাইয়ের আগের রাতেই রণবীর সিংহ ইনস্টাগ্রামে বড় সিদ্ধান্ত নিলেন। হঠাৎ করে সমস্ত পোস্ট মুছে ফেলেছেন অভিনেতা। অনুরাগীদের মনে প্রশ্ন—হঠাৎ কী ঘটল রণবীরের জীবনে?
বাবা হওয়ার পর প্রথম জন্মদিন, তাই রণবীরের কাছে এবারের জন্মদিনটা অনেক বেশি স্পেশাল। কিন্তু তাও হঠাৎ করে কেন তিনি সব সোশ্যাল মিডিয়া পোস্ট ডিলিট করে দিলেন? মন খারাপ কি? এমনকি দীপিকার সঙ্গে বিয়ের ছবিও সরিয়ে ফেলেছেন! সব ঠিক আছে তো? দাম্পত্যে কোনও সমস্যা? এই সব প্রশ্নে ভরে উঠেছে নেটদুনিয়া।
ছবিগুলি সরিয়ে দিয়ে রণবীর লিখেছিলেন, ‘১২:১২’। এই সংখ্যা তাৎপর্যপূর্ণ। ঠিক সেইমতোই রবিবার অর্থাৎ জন্মদিনে দুপুর বারোটা বারোয় নিজের আসন্ন ছবি ‘ধুরন্ধর’-এর প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন রণবীর।
ঝলকের শুরুতেই ইঙ্গিত—এবার অন্য রণবীরকে দেখতে চলেছে দর্শক। লম্বা চুল, দাড়ি—সব মিলিয়ে লুক একেবারে আলাদা।রক্তাক্ত মুখ, তীক্ষ্ণ দৃষ্টি। কোথাও কোথাও রণবীরের এই চেহারা মনে করিয়ে দিয়েছে ‘পদ্মাবৎ’-এর আলাউদ্দিন খিলজীর কথা। তবে এই চরিত্র সম্পূর্ণ আলাদা বলেই জানা যাচ্ছে। আদিত্য ধর পরিচালিত এই ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। ঝলকের আবহ সঙ্গীতও অবাক করেছে নেটাগরিককে। ঝলকের সঙ্গে ক্যাপশনে রণবীর লিখেছেন, “এক নরকের উদয় হবে এবং অপরিচিত পুরুষদের গল্প প্রকাশ্যে আনবে।”
এই ছবিতে রণবীরের পাশাপাশি রয়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খন্না, আর মাধবন এবং অর্জুন রামপাল। সিনেমাটি মুক্তি পাবে এই বছরের ৫ ডিসেম্বর।