দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কেন্দ্র-রাজ্য সমন্বয়ের অন্যতম প্রধান মঞ্চ নীতি আয়োগ। অথচ, সেই সংস্থার বাংলা সংক্রান্ত বার্ষিক রিপোর্টে ধরা পড়ল গুরুতর ভৌগোলিক ভুল, যার ফলে সৃষ্টি হয়েছে চূড়ান্ত বিতর্ক। মঙ্গলবার প্রকাশিত “স্টেট অব স্টেটস” নামে এক বার্ষিক প্রতিবেদনের প্রচ্ছদে ভারতের মানচিত্রে পশ্চিমবঙ্গকে ভুলভাবে বিহারের স্থানে দেখানো হয়। এই "গাফিলতি" সামনে আসতেই রাজ্যজুড়ে শুরু হয় রাজনৈতিক প্রতিক্রিয়া এবং প্রশাসনিক স্তরে তীব্র ক্ষোভ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের ভাইস চেয়ারপার্সনকে চিঠি লিখে অবিলম্বে ওই ভুল সংশোধন করার দাবি জানান। মমতার বক্তব্য ছিল, নীতি আয়োগের মতো সংস্থার এই ভুল, তাদের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে। চিঠিতে মুখ্যমন্ত্রী বলেন, “দেশের প্রথম সারির নীতি নির্ধারক সংস্থার সরকারি নথিতে এই ভুল অনিচ্ছাকৃত বা ব্যবহারিক ভুল হতে পারে না। এটা আসলে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতি অসম্মানের প্রতিফলন। নীতি আয়োগের নথিতে এই মহাবিভ্রান্তিকর তথ্য সংস্থার অধ্যাবসায় এবং রাজ্যগুলির প্রতি সম্মানের ঘাটতির প্রমাণ।” মমতার দাবি ছিল, অবিলম্বে নীতি আয়োগকে এ বিষয়ে ক্ষমা চাইতে হবে। এবং ভুল সংশোধনের ব্যবস্থা করতে হবে। মমতার সেই পত্রবোমার পর পদক্ষেপ করে নীতি আয়োগ। ত্রুটিপূর্ণ সেই ম্যাপ সরিয়ে দেওয়া হয়। এবং পরে বাংলার সঠিক মানচিত্র আপলোড করা হয়।
এই বিভ্রাটকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন মহল থেকে কেন্দ্রীয় প্রশাসনের উপর সমালোচনার ঝড় ওঠে। এত বড় ভূগোলগত ভুলকে কেন্দ্র করে একাধিক রাজনৈতিক মহলে নীতি আয়োগ-র দায়িত্ববোধ নিয়ে নানান প্রশ্ন উঠে আসে।