দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের দুর্গাপুজো দেশপ্রেমে ভরপুর—থিম "অপারেশন সিঁদুর", যা উৎসর্গ করা হয়েছে ভারতীয় সেনার সাহসিকতার প্রতি। এই আয়োজনের নেতৃত্বে রয়েছেন বিজেপি নেতা ও ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ।
সজল ঘোষ বলেন, ‘‘এই পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং দেশের জন্য নিবেদিত এক থিম—অপারেশন সিঁদুর।’’
এই থিম কলকাতার অন্যান্য পুজো থেকে আলাদা। যেখানে অনেক পুজো থাইল্যান্ড, লাস ভেগাস বা রাজমন্দিরের অনুকরণে থিম নেয়, সেখানে সন্তোষ মিত্র স্কোয়ার দেশের বীরদের শ্রদ্ধা জানিয়ে থিম তৈরি করেছে। এটি শুধু দর্শনার্থীদের চমক দেয় না, বরং মানুষের মনে দেশপ্রেমের অনুভূতি জাগিয়ে তোলে।