kolkata

5 hours ago

Bengal Assembly pays tribute: প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি বিধানসভায় শ্রদ্ধাঞ্জলি

Tributes paid to former Chief Minister Bidhan Chandra Roy by Speaker
Tributes paid to former Chief Minister Bidhan Chandra Roy by Speaker

 

কলকাতা, ১ জুলাই : রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের ১৪৩ তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়, বিজেপি'র বিধায়ক অগ্নিমিত্র পল, কালীগঞ্জের নব নির্বাচিত তৃণমূল কংগ্রেস বিধায়ক আলিফা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের সকলেই বিধানসভার লবিতেই এদিন শ্রী রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেছেন। বিধানসভার কর্মীরাও সঙ্গীত পরিবেশন করেছেন। সেইসঙ্গে এদিন অধ্যক্ষের পাশাপাশি বিধানসভার সচিব সৌমেন্দ্রনাথ দাস এবং সচিবালয়ের কর্মীরাও পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন।

You might also like!