Technology

3 hours ago

Lunar Eclipse 2025: রবিবার রাতেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

Total lunar eclipse
Total lunar eclipse

 

ভোপাল, ৭ সেপ্টেম্বর : রবিবার রাতেই দেখা যাবে চন্দ্রগ্রহণ। মধ্যরাতে আকাশে দেখা দেবে তামাটে লাল রঙের চাঁদ, যাকে বলা হচ্ছে ‘ব্লাড মুন’। ভারত-সহ বিশ্বের প্রায় ৮৫ শতাংশ মানুষ এই দৃশ্য দেখতে পাবেন। বিজ্ঞান প্রচারক সারিকা ঘারু জানান, এদিন রাত ১১টা থেকে শুরু হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা চলবে রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ স্থায়ী হবে প্রায় ৮২ মিনিট। যা ২০২২ সালের পর সবচেয়ে দীর্ঘ। বিশেষ যন্ত্র ছাড়াই খালি চোখে দেখা যাবে এই বিরল ঘটনা।

You might also like!