Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Country

2 months ago

Amit Shah: সমস্ত নকশাল নির্মূল না হওয়া পর্যন্ত বিশ্রাম নেব না ,অমিত শাহ

Amit Shah
Amit Shah

 

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর: নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সঙ্গে অপারেশন ব্ল্যাক ফরেস্টের সাফল্য উদযাপন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বুধবার সিআরপিএফ, ছত্তিশগড় পুলিশ, ডিআরজি ও কোবরা বাহিনীর জওয়ানদের সঙ্গে দেখা করে তাঁদের সম্মাননা জানান। কারেগুত্তালু পাহাড়ে 'অপারেশন ব্ল্যাক ফরেস্ট' সফলভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সম্মান জানান অমিত শাহ। দিল্লিতে আয়োজিত এই অনুষ্ঠানে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী শ্রী বিষ্ণু দেও সাই এবং উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মাও উপস্থিত ছিলেন।

ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তের কুরাগুত্তালু পাহাড়ে নকশালবাদের বিরুদ্ধে পরিচালিত এই বিশাল অভিযানে নিরাপত্তা বাহিনী ৩১ জন কুখ্যাত নকশালকে খতম করেছে। এই বছরের ২১ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত নকশাল-বিরোধী অভিযান পরিচালিত হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এবং উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অমিত শাহ বলেন, অভিযানের সময় জওয়ানদের সাহসিকতা এবং বীরত্ব নকশাল-বিরোধী অভিযানের ইতিহাসে একটি স্বর্ণালী অধ্যায় হিসেবে স্মরণ করা হবে। তিনি বলেন, দেশ নকশালমুক্ত না হওয়া পর্যন্ত মোদী সরকার বিশ্রাম নেবে না।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাপ, উচ্চতা এবং প্রতিটি পদক্ষেপে আইইডির বিপদ সত্ত্বেও, নিরাপত্তা বাহিনী উচ্চ মনোবলের সঙ্গে অভিযান সফল করেছে এবং নকশালদের বেস ক্যাম্প ধ্বংস করেছে। তিনি বলেন, কারেগুত্তালু পাহাড়ে নির্মিত নকশালদের ঘাঁটি পুলিশ, সিআরপিএফ, জেলা রিজার্ভ গার্ড এবং কোবরার জওয়ানরা বীরত্বের সঙ্গে ধ্বংস করেছে। অমিত শাহ আরও বলেন, নকশালপন্থীরা দেশের স্বল্পোন্নত অঞ্চলগুলিতে ব্যাপক ক্ষতি করেছে, স্কুল, হাসপাতাল বন্ধ করে দিয়েছে এবং সরকারি প্রকল্পগুলি জনগণের কাছে পৌঁছাতে দিচ্ছে না। তিনি বলেন, নকশাল-বিরোধী অভিযানের কারণে পশুপতিনাথ থেকে তিরুপতি পর্যন্ত এলাকার ৬.৫ কোটি মানুষের জীবনে নতুন সূর্যোদয় ঘটেছে। শাহ বলেন, নকশাল-বিরোধী অভিযানে গুরুতর শারীরিক আঘাতপ্রাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদের জীবনযাত্রাকে মসৃণ করার জন্য মোদী সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।

You might also like!