দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : মাথায় হাত দিলেই উঠে আসছে গোছা গোছা চুল। দূষণ, খারাপ জল, অনিয়মিত জীবনযাপন, ভুল খাদ্যাভ্যাস আর মানসিক চাপ—সব মিলিয়ে চুলের স্বাস্থ্য যেন প্রতিদিন একটু করে খারাপের দিকেই যাচ্ছে। নানা দামি শ্যাম্পু, তেল, হেয়ার মাস্ক বা ট্রিটমেন্ট ব্যবহার করেও মনের মতো ফল মিলছে না। এমন অবস্থায় প্রশ্ন জাগে—তবে কি পুরনো দিনের ঘরোয়া উপায়েই লুকিয়ে আছে সমাধান? বহু প্রাচীনকাল ধরে ভারতীয় বাড়িতে ব্যবহৃত এক প্রাকৃতিক খনিজ উপাদান এবার হতে পারে চুলের সমস্যার সহজ মুশকিল আসান।
ফিটকিরি। প্রদাহনাশক, অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্যযুক্ত, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম সালফেটে ভরপুর এবং অ্যাস্ট্রিনজেন্ট জাতীয় এই উপাদান মূলত জল পরিশ্রুত করার কাজে ব্যবহৃত হত। কিন্তু একই সঙ্গে একাধিক রোগমুক্তিতে, রূপচর্চায় সমান ভাবে গ্রহণযোগ্য। অনেকে হয়তো ফিটকিরির ব্যবহার করার কথা ভুলেই গিয়েছেন। তাই এ বার চুল ঝরার সমস্যা থেকে মুক্তি পেতে ফিটকিরির ভরসা রাখতে পারেন।
কি সত্যিই উপকারি চুলের জন্য? জেনে নিন কারণ
আগে দাড়ি কাটার পর গালে ফিটকিরি ঘষা ছিল যেন এক অভ্যাস। ঠাকুরদা-বাবার হাতেই অনেকেই প্রথম দেখেছেন এই প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিকের ব্যবহার। এই ফিটকিরি ঠিক যে ভাবে ত্বকের জন্য উপকারী, সে ভাবেই মাথার ত্বকের জন্য এই খনিজ বেশ কার্যকরী। খুশকি থেকে শুরু করে চুলকানি ও চুল পড়ে যাওয়ার সমস্যা মোকাবিলা করতে পারে। কিন্তু রাতারাতি ফল মিলবে ভাবলে ভুল করবেন।যথাযথভাবে ব্যবহার করলে ধীরে ধীরে মাথার ত্বকের স্বাস্থ্য ফিরবে।ফলে চুলের গোড়া পরিষ্কার করবে, মাথার ত্বকে ব্রণ বা সংক্রমণ হওয়া রোধ করবে, অতিরিক্ত তেল উৎপাদন বন্ধ করবে।তবে ফিটকিরি সরাসরি মাথার ত্বকে ব্যবহার না করাই ভালো, কারণ এতে জ্বালা ভাব বা ত্বক অতিরিক্ত শুকিয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
চলুন জেনে নিই সঠিক ব্যবহার পদ্ধতি
তিন উপায়ে চুলে ফিটকিরি ব্যবহার করা যায়
ফিটকিরির জল
· ছোট এক ছোট টুকরো ফিটকিরি অথবা এক চা চামচ ফিটকিরির গুঁড়ো নিন।
· এক কাপ গরম জলে মিশিয়ে নিন যত ক্ষণ না গলে যায়।
· শ্যাম্পুর পর ফিটকিরি মেশানো ওই জল মাথার ত্বকে ঢেলে দিন। ৫-১০ মিনিট রেখে মাথা ধুয়ে ফেলুন। সপ্তাহে এক বার বা দু’বার এই পদ্ধতিতে ব্যবহার করুন।
ফিটকিরি ও গোলাপজল
· জলের মধ্যে ১ চা চামচ ফিটকিরি গুঁড়ো মেশান।
· তাতে ৩-৪ টেবিলচামচ গোলাপজল যোগ করুন।
· স্প্রে বোতলে ঢেলে মাথার ত্বকে স্প্রে করুন। আলতো মাসাজ করে ভাল করে মিশতে দিন ত্বকের সঙ্গে। ধুয়ে ফেলতে পারেন অথবা রেখেও দিতে পারেন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন।