নয়াদিল্লি, ৪ জুলাই : স্বামী বিবেকানন্দকে তাঁর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাল ভারতীয় জনতা পার্টি (বিজেপি )। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা বলেছেন, মহান আধ্যাত্মিক গুরু এবং যুবসমাজের অনুপ্রেরণার উৎস স্বামী বিবেকানন্দজির নির্বাণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন। তিনি আরও বলেন, ভারতীয় সংস্কৃতির জাঁকজমক এবং মহত্ত্ব সম্পর্কে বিশ্বকে সচেতনকারী স্বামী বিবেকানন্দ যুবশক্তিকে রাষ্ট্র গঠনের ভিত্তি হিসাবে বিবেচনা করেছিলেন। তাঁর প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশন আজ সারা দেশে জনসেবার ক্ষেত্রে অবদান রাখছে। তিনি বলেন, যুবকদের মধ্যে চরিত্র গঠন এবং রাষ্ট্র গঠনের চেতনা জাগ্রত করার ক্ষেত্রে তাঁর অবদান অবিস্মরণীয়।