কলকাতা, ১০ জুলাই : ফের যাত্রীদের সমস্যা সৃষ্টি করল কলকাতা মেট্রো। ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে মেট্রো পরিষেবা আংশিক ব্যাহত হয় বৃহস্পতিবার সকালে। বিভিন্ন স্টেশনে নির্ধারিত সময়ে মেট্রো না আসায় ভিড় বাড়তে থাকে। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়।
মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ নোয়াপাড়া কারশেডের থার্ড লাইনে সমস্যা দেখা যায়। এর ফলে সেই মেট্রো স্টেশনে থাকা রেকগুলি ছাড়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত নোয়াপাড়া থেকে রেক ছাড়েনি। সে জন্য ওই সময়ে দমদম পর্যন্ত পরিষেবা স্বাভাবিক থাকলেও, দু'টি নির্ধারিত সময়ের মেট্রোর মধ্যে একটি দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাচ্ছিল। কর্মব্যস্ত দিনে সকাল সকাল মেট্রোতে এই সমস্যায় জন্য ভোগান্তিতে পড়তে হয় বহু যাত্রীকে।