উত্তর ২৪ পরগনা, ৪ সেপ্টেম্বর: জিএসটি সংস্কারকে স্বাগত জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর কথায়, গাড়ি থেকে শুরু করে কম্পিউটার, পোশাক সবকিছুতেই ছাড় দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেছেন, "সমস্ত কর দেশের সাধারণ মানুষের টাকা থেকে আসে। তাই যতদূর সম্ভব তাদের ছাড় দেওয়া উচিত। এই বিষয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। সরকার জিএসটি থেকে পর্যাপ্ত কর রাজস্ব পাচ্ছে, তাই মনে হয়েছে যে সাধারণ মানুষকে ছাড় দেওয়া উচিত।" দিলীপ বলেছেন, "এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। গাড়ি থেকে কম্পিউটার, পোশাক সবকিছুতেই ছাড় দেওয়া হয়েছে। এটি ইঙ্গিত দেয় যে দেশ অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ এবং দেশের জনগণও কর দিতে ভয় পায় না, তাই তাদের এই সুবিধা দেওয়া উচিত।"