West Bengal

10 hours ago

Baruipur News: বারুইপুর স্টেশন চত্বরেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা দম্পতির, ছড়ালো চাঞ্চল্য

Baruipur Station Suicide Attempt Creates Sensation
Baruipur Station Suicide Attempt Creates Sensation

 

বারুইপুর, ৬ জুলাই : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর স্টেশন চত্বরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন বছর ৭০-এর এক ব্যক্তি ও তাঁর ৬০ বছরের স্ত্রী। অভাবী এই দম্পতি আর্থিক অনটনের কারণেই আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেন। স্টেশনে উপস্থিত লোকজন ওই বৃদ্ধ দম্পতিকে লুটিয়ে পড়ে থাকতে দেখে জিআরপিকে খবর দেন। পুলিশ তাঁদের উদ্ধার করে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। জানা গিয়েছে, বৃদ্ধের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু, তাঁর স্ত্রীর পরিস্থিতি আশঙ্কাজনক।

তাঁদের বাড়ি ডায়মন্ড হারবারে। তাঁরা সন্তানহীন। এক সময়ে তিনি একটি পাখা তৈরির কারখানায় কাজ করতেন। কিন্তু করোনা এবং লকডাউনের সময়ে তাঁর সেই কাজও চলে যায়। বয়সের কারণে নতুন করে কোনও কাজও জোটাতে পারেননি তিনি। শনিবার সকালে ট্রেনে করে তাঁরা বারুইপুরে আসেন। স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে সারাদিন কাটিয়ে সন্ধ্যায় বিষ কেনেন। পরে প্ল্যাটফর্মে তাঁদের পড়ে থাকতে দেখে জিআরপিকে খবর দেওয়া হয়।


You might also like!