নয়াদিল্লি, ৬ জুলাই : দেশজুড়ে যথাযোগ্য ধর্মীয় মর্যাদার সঙ্গে পালিত শোকের মহরম। কলকাতা-সহ দেশের বিভিন্ন জায়গায় শোকের এই দিনে বের হয় তাজিয়া, তাতে শামিল হন অসংখ্য মানুষ। পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদ জেলাতেও মহরম পালিত হয়েছে। শোক মিছিলে অংশ নেন বহু মানুষ। উত্তর প্রদেশের প্রয়াগরাজেও ঐতিহাসিক তাজিয়া মিছিল বের করা হয়েছিল, যেখানে বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়েছিলেন। কোথাও যাতে কোনও ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশুরা উপলক্ষ্যে হজরত ইমাম হোসেনের ত্যাগ ও আত্মবলিদানের কথা স্মরণ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, হজরত ইমাম হোসেন ন্যায়ের প্রতি তাঁর দায়বদ্ধতা এবং সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে সত্যকে তুলে ধরতে মানুষকে অনুপ্রাণিত করেছিলেন।