Country

6 hours ago

Amarnath Yatra 2025 :কড়া নিরাপত্তার মধ্যে শুরু অমরনাথ যাত্রা

Amarnath Yatra 2025
Amarnath Yatra 2025

 

শ্রীনগর, ৩ জুলাই : কড়া নিরাপত্তার মধ্যে বৃহস্পতিবার বার্ষিক অমরনাথ যাত্রা শুরু হলো। পহেলগাম এবং গাণ্ডেরওয়াল জেলার বালতাল থেকে দুটি পথে ৩৮ দিন ধরে এটি চলবে। পবিত্র গুহার ভেতরে বরফের তৈরি স্টালাগমাইট শিবলিঙ্গের অনুরূপ আকৃতি ধারণ করে। হিমালয়ের ১২ হাজার ৭৫৬ ফুট ওপরে এটি অবস্থিত। জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা এদিন ভোররাতে ভগবতী নগর বেস ক্যাম্প থেকে অমরনাথ যাত্রার প্রথম ব্যাচের আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন।

অমরনাথ যাত্রার দ্বিতীয় পর্যায়ে ৫ হাজার ২৪৬ জন তীর্থযাত্রী জম্মু ও কাশ্মীরের ভগবতীনগর যাত্রী নিবাস বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করেছেন। এদিন সকালে ২৬৮টি গাড়িতে পুণ্যার্থীরা পবিত্র গুহার উদ্দেশে যাত্রা শুরু করেন। এই দলে রয়েছেন ৪৭৪ জন পুরুষ, ৭৯৫ জন মহিলা, ১৯ জন শিশু, ২৪ জন সাধু, ৩৩ জন সাধ্বী এবং একজন রুপান্তকামী মানুষ। পহেলগাম হামলার প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

You might also like!