Country

19 hours ago

Maha Kumbh: ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান রাষ্ট্রপতির, প্রার্থনাও করলেন দ্রৌপদী মুর্মু

President takes holy dip at Triveni Sangam, Draupadi Murmu also offers prayers
President takes holy dip at Triveni Sangam, Draupadi Murmu also offers prayers

 

প্রয়াগরাজ, ১০ ফেব্রুয়ারি ): প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা পরিদর্শন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার মহাকুম্ভ মেলার ২৯-তম দিনে মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দিয়েছেন রাষ্ট্রপতি মুর্মু। সোমবার সকালেই প্রয়াগরাজে এসে পৌঁছন রাষ্ট্রপতি মুর্মু। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সেখান থেকে মহাকুম্ভে পৌঁছন রাষ্ট্রপতি। ত্রিবেণী সঙ্গমে পরিযায়ী পাখিদের খাবারও খাওয়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সঙ্গে ছিলেন রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরপরই গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থল, ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দিয়েছেন রাষ্ট্রপতি মুর্মু।

You might also like!