কলকাতা, ২০ ফেব্রুয়ারি : রাজ্যের এবং রাজ্যের বাঙালিদের অবস্থাকে কটাক্ষ করলেন তথাগত রায়। বৃহস্পতিবার তিনি এ ব্যাপারে সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গের বহু বাঙালির এখনো ধারণা, তারা অত্যন্ত কৃষ্টিবান শিক্ষিত জনগোষ্ঠী, বাকি ভারতীয়রা নিকৃষ্ট, মেড়ো, উড়ে, পাঁইয়া ইত্যাদি, এখনো রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নেতাজি সুভাষ বাঙালির মাথার উপরে আছেন । এটা যে বাস্তব থেকে কত দূরে তারা সেটা টের পায় যখন চাকরিবাকরি না পেয়ে অন্য রাজ্যে বেয়ারার বা ঝাড়ুদারের চাকরি করতে যায় । অথবা এমএ পাশ করে ডোমের চাকরির জন্য দরখাস্ত করতে বাধ্য হয় । রাজ্যের বাণিজ্যলক্ষ্মী ‘মেড়ো’দের হাতে, ওডিশার এত উন্নতি হয়েছে যে ওডিয়ারা আর কলকাতায় রান্নার বা প্লাম্বিং-এর কাজ করেন না, দেশে চলে গেছেন । পড়ে আছে শুধু কিছু নিষ্কর্মা খেঁকুরে মিটিং-মিছিলবাজ বাঙালি, যাদের গর্ব, “আমরা আর কিছু বুঝি না বুঝি, রাজনীতি খুব বুঝি" । আর তোলাবাজিও বুঝি, এইতেই আমাদের চলে যাবে।”