Country

3 hours ago

Akhilesh Yadav: বাজেটে ধনী ও শিল্পপতিদের দিকে মনোনিবেশ করা হয়েছে : অখিলেশ যাদব

Akhilesh Yadav
Akhilesh Yadav

 

নয়াদিল্লি: কেন্দ্রীয় বাজেটের সমালোচনায় সরব হলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। মঙ্গলবার লোকসভায় বাজেট নিয়ে বক্তৃতায় অখিলেশ যাদব বলেছেন, "এই বাজেট টার্গেটেড বাজেট, এই বাজেটে ধনী, বড়লোক, শিল্পপতিদের দিকে মনোনিবেশ করা হয়েছে। তাদের জন্য এই বাজেট করা হয়েছে। ভারতকে একটি বিকশিত দেশ হিসেবে গড়ে তোলার জন্য আমি এতে কোনও রোডম্যাপ দেখছি না।"

অখিলেশ যাদব আরও বলেছেন, "এই দেশের জন্য ১০টি বাজেট কি শুধুমাত্র এই জন্য করা হয়েছিল, যে যখন ১১-তম বাজেট আসবে, তখন গোটা দেশ এবং সারা বিশ্ব দেখবে যে ভারতের মানুষকে হাতকড়া দিয়ে ফেরত পাঠানো হয়েছে।"

You might also like!