Country

5 hours ago

School Bus Accident: দুর্ঘটনার কবলে স্কুলের গাড়ি, আহত ৯ পড়ুয়া

School Bus Accident in Kannauj
School Bus Accident in Kannauj

 

কনৌজ, ১৩ ফেব্রুয়ারি : দুর্ঘটনার কবলে স্কুলের গাড়ি। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কনৌজে। জানা গেছে, একটি স্কুল ভ্যানের সঙ্গে সুইফট ডিজায়ার গাড়ির মুখোমুখি সংঘর্ষর জেরে আহত হয় ৯ স্কুল পড়ুয়া। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কনৌজে। নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই গাড়িটিতে ধাক্কা মারে একটি বেসরকারি স্কুলের ভ্যান। দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। তাদের কানপুরে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে।

You might also like!