নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি : শিখ ধর্মের সপ্তম গুরু শ্রী গুরু হর রাই সাহেব জির প্রকাশ পর্বের শুভেচ্ছা জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার অমিতবাবু এক্সবার্তায় লিখেছেন, “শ্রী গুরু হর রাই জির জীবন সেবা, সাহস এবং সংযমের সমার্থক। একদিকে তিনি প্রতিটি মানুষের মধ্যে ভক্তির আলো ছড়িয়ে দিয়েছেন, অন্যদিকে তিনি শিখ ধর্মকে পুনর্গঠন করে আরও শক্তিশালী করেছেন। সত্য, অহিংসা এবং জনসেবার প্রতি উৎসর্গের মূর্ত প্রতীক, গুরু হর রাই জির আদর্শ সমস্ত দেশবাসীর জন্য অনুপ্রেরণাদায়ক।”