Entertainment

4 days ago

Parambrata & piya: তারকা দম্পতির বিবাহিত জীবনে সুখবর! পরম-পিয়া-র ঘর আলো করে আসছে ক্ষুদে সদস্য

Parambrata Chattopadhyay & Piya Chakraborty
Parambrata Chattopadhyay & Piya Chakraborty

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  টলি দুনিয়ায় সুখবর। তারকা দম্পতির ঘর আলো করে আসছেন ক্ষুদে সদস্য। প্রেম দিবস যেতে না যেতেই সুখবর দিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন তারকা দম্পতি। শনিবার সোশাল মিডিয়ায় আদুরে পোস্ট শেয়ার করেই অনুরাগীদের সঙ্গে সুখবর ভাগ করে নিলেন পরম-পিয়া। জানা গিয়েছে, সমাজকর্মী তথা গায়িকা বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।সংবাদমাধ্যমকে পিয়া জানিয়েছেন, হিসেব অনুযায়ী জুন মাসেই পৃথিবীর আলো দেখতে চলেছে তাঁদের সন্তান । পরিবার বাড়তে চলেছে ৷ বাড়িতে নতুন সদস্যের আগমনে তাই উচ্ছ্বসিত তাঁরা ৷

 শনিবার সকালে সকলকে চমকে দিয়ে একটি পোস্ট করলেন, কতকগুলি ছবির কোলাজে সোশাল মিডিয়ায়  পিয়া লিখলেন,"ভ্যালেন্টাইনের পার্টিতে কিছুটা দেরি হয়েছে । কারণ, আমরা এই জিনিসগুলি নিয়ে ব্যস্ত ছিলাম ৷ প্রথমত, আমরা নিজেরা ৷ দ্বিতীয়ত, আমাদের বড় সন্তান নিনা ৷ তৃতীয়, গত বছর আমাদের কাছে আসা বাঘাকে নিয়ে ৷ চতুর্থ, আমাদের ভালোবাসার অংশ ক্রমশ বেড়ে উঠছে ৷ এই পরিবারে শীঘ্রই নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে ৷" সেই পোস্টে তাঁদের পোষ্যদের পাশাপাশি দেখা গেল পরম-পিয়ার আদুরে একটি ছবিও। তবে সিনেমার কাজের পাশাপাশি সমানতালে হবু মা পিয়াকে সামলে রাখছেন পরমব্রত। পাশাপাশি গায়িকার মা-ও দেখভাল করছেন। 

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৩ সালের ২৭শে নভেম্বর গাঁটছড়া বাঁধেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী । নিকটতম মানুষদের নিয়ে বিয়ের অনুষ্ঠান সারেন তাঁরা। পরবর্তীতে রিসেপশনের  অনুষ্ঠানে হাজির ছিলেন তাঁদের ইন্ডাস্ট্রির বন্ধু-বান্ধব । এবার তারকা দম্পতি তাঁদের জীবন যাত্রায় দুই থেকে তিন হতে চলেছে। আর তাঁদের জীবন যাপনের শুভ মুহূর্তে শুভেচ্ছা জানিয়েছেন অভিনয় জগৎ-র কলাকুশলী থেকে অনুরাগি মহলের সকলেই।

You might also like!