International

5 days ago

Bangabandhu Stadium's name changed: পাল্টে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম

Bangabandhu Stadium's name changed
Bangabandhu Stadium's name changed

 

ঢাকা:  পাল্টে গেল পল্টনের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম, এর নতুন নাম এখন ‘জাতীয় স্টেডিয়াম’। ৩৬ হাজার ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটি ১৯৫৪ সালে নির্মাণ করা হয়। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্মসচিব মো.আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাম বদলানো কাজটি খুব তাড়াতাড়ি সম্পন্ন করবে পরিষদ।

১৯৯৬ সালে আওয়ামী লিগ ক্ষমতায় এলে এর নাম রাখা হয় ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম’। ৩৬ হাজার ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটিতে মোট ১৭টি টেস্ট ও ৫৮টি ওয়ানডে হয়েছে। আর এখন ফুটবল প্রধান হয়ে ওঠা মাঠটিতে হয়েছে ২০০৩ সাফ গোল্ড কাপ, ২০০৯ ও ২০১৮ সাফ চ্যাম্পিয়নশিপ।


You might also like!