Country

13 hours ago

Tirupati Laddu row controversy: লাড্ডু প্রসাদ বিতর্কে গ্রেফতার ৪, সিবিআই তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Tirupati Laddu row controversy
Tirupati Laddu row controversy

 

তিরুপতি, ১০ ফেব্রুয়ারি : অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরের লাড্ডুতে অনিয়মের হদিস পেল সিবিআই। এই মামলায় মোট ৪ জনকে গ্রেফতার করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্যও। ধৃতদের মধ্যে রয়েছে এ আর ডেয়ারি (তামিলনাড়ু), পরাগ ডেয়ারি (উত্তর প্রদেশ), প্রিমিয়ার এগ্রি ফুডস ও আলফা মিল্ক ফুডসের ৪ জন। তিনটি রাজ্যের তিনটি পৃথক ডেয়ারি সংস্থার প্রধানকে গ্রেফতার করা হয়েছে।

তদন্তে ঘি সরবরাহের সময় অনিয়ম ধরা পড়েছে। বৈষ্ণবী ডেয়ারির প্রতিনিধিরা ঘি সরবরাহের জন্য এ আর ডেয়ারির নামে দরপত্র সংগ্রহ করে। বৈষ্ণবী ডেয়ারি টেন্ডার প্রক্রিয়ায় হেরফের করার জন্য এ আর ডেয়ারির নাম ব্যবহার করে মিথ্যা নথি ও সিল তৈরি করেছে। উত্তরাখণ্ডের রুরকির ভোলে বাবা ডেয়ারি থেকে ঘি নেওয়ার দাবি করে বৈষ্ণবী ডেয়ারি তৈরি করেছিল ভুয়ো রেকর্ড।

সিবিআই সূত্রে খবর, মন্দিরে ঘিয়ের জোগান দেওয়ার জন্য বৈষ্ণবী ডেয়ারির প্রতিনিধিরা এ আর ডেয়ারির নামে টেন্ডার নিতেন। ভুয়ো নথি দেখিয়ে টেন্ডার প্রক্রিয়ায় কারচুপি করতেন। এ ছাড়া, বৈষ্ণবী ডেয়ারির লোকজন ভুয়ো অ্যাকাউন্ট খুলে দাবি করতেন, তাঁরা উত্তরাখণ্ডের ভোলেবাবা ডেয়ারির কাছ থেকে ঘি কেনেন। খোঁজ নিয়ে দেখা গিয়েছে, এই পরিমাণ ঘিয়ের জোগান দেওয়ার ক্ষমতাই নেই ভোলেবাবা ডেয়ারির।

You might also like!