তিরুপতি, ১০ ফেব্রুয়ারি : অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরের লাড্ডুতে অনিয়মের হদিস পেল সিবিআই। এই মামলায় মোট ৪ জনকে গ্রেফতার করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্যও। ধৃতদের মধ্যে রয়েছে এ আর ডেয়ারি (তামিলনাড়ু), পরাগ ডেয়ারি (উত্তর প্রদেশ), প্রিমিয়ার এগ্রি ফুডস ও আলফা মিল্ক ফুডসের ৪ জন। তিনটি রাজ্যের তিনটি পৃথক ডেয়ারি সংস্থার প্রধানকে গ্রেফতার করা হয়েছে।
তদন্তে ঘি সরবরাহের সময় অনিয়ম ধরা পড়েছে। বৈষ্ণবী ডেয়ারির প্রতিনিধিরা ঘি সরবরাহের জন্য এ আর ডেয়ারির নামে দরপত্র সংগ্রহ করে। বৈষ্ণবী ডেয়ারি টেন্ডার প্রক্রিয়ায় হেরফের করার জন্য এ আর ডেয়ারির নাম ব্যবহার করে মিথ্যা নথি ও সিল তৈরি করেছে। উত্তরাখণ্ডের রুরকির ভোলে বাবা ডেয়ারি থেকে ঘি নেওয়ার দাবি করে বৈষ্ণবী ডেয়ারি তৈরি করেছিল ভুয়ো রেকর্ড।
সিবিআই সূত্রে খবর, মন্দিরে ঘিয়ের জোগান দেওয়ার জন্য বৈষ্ণবী ডেয়ারির প্রতিনিধিরা এ আর ডেয়ারির নামে টেন্ডার নিতেন। ভুয়ো নথি দেখিয়ে টেন্ডার প্রক্রিয়ায় কারচুপি করতেন। এ ছাড়া, বৈষ্ণবী ডেয়ারির লোকজন ভুয়ো অ্যাকাউন্ট খুলে দাবি করতেন, তাঁরা উত্তরাখণ্ডের ভোলেবাবা ডেয়ারির কাছ থেকে ঘি কেনেন। খোঁজ নিয়ে দেখা গিয়েছে, এই পরিমাণ ঘিয়ের জোগান দেওয়ার ক্ষমতাই নেই ভোলেবাবা ডেয়ারির।