Game

3 hours ago

Champions League: সিটির মাঠে রিয়াল মাদ্রিদের নাটকীয় জয়

Real Madrid
Real Madrid

 

ম্যানচেস্টার, ১২ ফেব্রুয়ারি  : ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে প্লে-অফের প্রথম লেগে ৩-২ গোলে জিতেছে রিয়াল। ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু শেষ ৬ মিনিটে পাল্টে গেল ম্যাচের চিত্র। এই সময়ের মধ্যে দু'দুবার ম্যান সিটির জালে বল পাঠিয়ে রোমাঞ্চকর জয় পেল কার্লো আনচেলত্তির দল রিয়াল। এই জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় যাওয়ার লড়াইয়ে কিছুটা এগিয়ে থাকল গতবারের চ্যাম্পিয়নরা।

১৯ মিনিটে আর্লিং হলান্ড সিটিকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে সমতা ফেরান কিলিয়ান এমবাপে।এই মরসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে এমবাপের গোল হয়ে গেল ২৪টি। ৮০ মিনিটে হলান্ডের সফল স্পট-কিকে আবার এগিয়ে যায় সিটি। ফোডেনকে বক্সে সেবাইয়োস ফাউল করলে পেনাল্টি পায় সিটি। চ্যাম্পিয়নস লিগে ৪৮ ম্যাচে নরওয়ের তারকা হলান্ডের গোল হলো ৪৯টি।

৮৪ মিনিটে রদ্রিগোর বদলি নামেন ব্রাহিম। নামার এক মিনিট পরই গোল করে রিয়ালকে সমতায় ফেরান তিনি। আর এই গোলের পর ৩ মিনিট যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে রিয়ালকে ৩-২ গোলে জয় এনে দেন বেলিংহ্যাম। ফিরতি লেগ সান্তিয়াগো বের্নাবেউয়ে আগামী ১৯ ফেব্রুয়ারি।

You might also like!