kolkata

1 day ago

Book fair open extra time: শেষদিনে একঘন্টা বেশি খোলা বইমেলার দরজা

Kolkata Book Fair
Kolkata Book Fair

 

কলকাতা, ৯ ফেব্রুয়ারি : রবিবার আন্তর্জাতিক কলকাতা বইমেলার শেষ দিন। এদিন মেলার ভিড় উপচে পড়ার সম্ভাবনা। তাই আয়োজকরা জানিয়েছেন, শেষ দিনে রাত ৮টা নয়, অতিরিক্ত আরও এক ঘণ্টা খোলা থাকবে বইমেলা।

গিল্ড সূত্রে জানা গেছে, শনিবার পর্যন্ত ২৩ লক্ষ মানুষ এসেছিলেন। রবিবার বাঙালির বই-পার্বণের ‘বিজয়া’। এবার ১৩ দিনের বইমেলা। গতবছর ১৪ দিনের ছিল। কিন্তু পাঠকদের এই উৎসাহ-উদ্দীপনায় খামতি নেই। সেই কথা মাথায় রেখেই শেষ দিনের বইমেলা রাত ৯টা পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।


You might also like!