Country

3 hours ago

BJP leading in Milkipur: মিল্কিপুর আসনে এগিয়ে বিজেপি, ইরোডে (পূর্ব)-তে ডিএমকে এগোচ্ছে

Bypolls Result 2025
Bypolls Result 2025

 

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি : উত্তর প্রদেশের অযোধ্যার মিল্কিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী চন্দ্রভানু পাসোয়ান। পিছিয়ে রয়েছেন সমাজবাদী পার্টির অজিত প্রসাদ। জয় যখন একপ্রকার নিশ্চিত, তখন মিল্কিপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্রভানু পাসোয়ান অযোধ্যার একটি মন্দিরে প্রার্থনা করছেন। শনিবার মিল্কিপুরের জনগণের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। অন্যদিকে, তামিলনাড়ুর ইরোডে (পূর্ব) বিধানসভা আসনের উপনির্বাচনে এগিয়ে রয়েছেন ডিএমকে প্রার্থী ভি সি চন্দিরকুমার।


You might also like!