মুম্বই, ১২ ফেব্রুয়ারি : শেষ পর্যন্ত ভারতের চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়লেন জসপ্রীত বুমরাহ। পিঠের ইনজুরি সেরে না উঠায় তাঁকে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড থেকে বাদ দিয়ে মঙ্গলবার রাতে নতুন স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। পেসার জসপ্রীত বুমরাহর পরিবর্তে হর্ষিত রানাকে দলে নিয়েছে বিসিসিআইয়ের নির্বাচক কমিটি।
ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।