Country

11 hours ago

Goods train derails near Fatehpur in UP: উত্তর প্রদেশের ফতেহপুরে লাইনচ্যুত দু'টি মালগাড়ি, বিঘ্নিত ট্রেন পরিষেবা

Goods train derails near Fatehpur in UP
Goods train derails near Fatehpur in UP

 

ফতেহপুর, ৪ ফেব্রুয়ারি : উত্তর প্রদেশের ফতেহপুর জেলায় লাইনচ্যুত হয়ে গেল দু'টি মালগাড়ি। মঙ্গলবার সকালে ফতেহপুর জেলার খাগা এলাকার পাম্ভীপুরের কাছে দু'টি মালগাড়ির মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে জেরে গার্ডের বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। সৌভাগ্যক্রমে বড় ধরনের বিপর্যয় এড়ানো হয়েছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, সিগন্যালে ত্রুটির কারণে একটি মালগাড়ি রেললাইনে দাঁড়িয়েছিল, সেই সময় ওপর একটি মালগাড়ি পিছন থেকে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনার পর আপলাইন অবরুদ্ধ হয়ে যায় এবং ট্রেন চলাচল প্রভাবিত হয়। দুর্ঘটনার কারণ জানতে রেলের আধিকারিকরা তদন্ত শুরু করেছেন। রেলের কমার্শিয়াল করিডোরে দুর্ঘটনাটি ঘটেছে।

You might also like!