Country

3 hours ago

BJP touches magic figer: দিল্লিতে জাদু সংখ্যা ছুঁয়ে ফেলল বিজেপি, এএপি-র শীর্ষ নেতারা পিছিয়ে

Happy BJP Workers
Happy BJP Workers

 

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি : দিল্লিতে সরকার গঠনের জন্য জাদু সংখ্যা ছুঁয়ে ফেলল বিজেপি। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজেপি ৩৬টি আসনে এগিয়ে রয়েছে। আম আদমি পার্টি এগিয়ে ১৬টি আসনে। এএপি-র শীর্ষ নেতারাও পিছিয়ে রয়েছেন। যেমন নতুন দিল্লি আসনে কেজরিওয়ালকে পিছনে ফেলে এগিয়েছে পরভেশ বর্মা, কালকাজি আসনে পিছিয়ে অতিশী মারলেনা। শুরুতে এগিয়ে থাকলেও, গ্রেটার কৈলাশ আসনে বিজেপির শিখা রায়ের কাছে পিছিয়ে পড়েছেন এএপি-র সৌরভ ভরদ্বাজ।

দিল্লিতে বিজেপির জয় যখন নিশ্চিত হওয়ার দিকে, তখন দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবাকে প্রশ্ন করা হয়, কে হতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। উত্তরে বীরেন্দ্র বলেছেন, "কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। এই বিষয়টি আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। যারা (এএপি) জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করবে, জনগণ তাঁদের সঙ্গে এমন (পরাজয়) আচরণ করবে।"


You might also like!