প্রয়াগরাজ, ৮ ফেব্রুয়ারি : উত্তর প্রদেশের প্রয়াগরাজে শনিবার ২৭-তম দিনে পড়ল মহাকুম্ভ মেলা। গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থল, ত্রিবেণী সঙ্গমে শনিবারও পুণ্যস্নান করলেন বিপুল সংখ্যক ভক্তরা। গত ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া কুম্ভমেলা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত, টানা ৪৫-দিন ধরে।
এখনও পর্যন্ত মহাকুম্ভের সঙ্গমে পুণ্যস্নান করেছেন ৪০ কোটিরও বেশি ভক্ত। শনিবার সকালেই পুণ্যস্নান করেছেন বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। টুইট করে অনুরাগ ঠাকুর জানিয়েছেন, "মহাকুম্ভে পুণ্যস্নান করেছি, মা গঙ্গা, মা যমুনা এবং মা সরস্বতীর ঐশ্বরিক স্রোতের সঙ্গমস্থলের তীরে পরিবারের সঙ্গে সকলের কল্যাণের জন্য পুজো ও প্রার্থনা করেছি। মা গঙ্গা, যমুনা এবং সরস্বতীর আশীর্বাদ সকলের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য বয়ে আনুক।" মহাকুম্ভে ইতিমধ্যেই দু'টি অমৃতস্নান সম্পন্ন হয়েছে। পরবর্তী পুণ্যস্নান হবে ১২ ফেব্রুয়ারি (মাঘি পূর্ণিমা) এবং ২৬ ফেব্রুয়ারি (মহা শিবরাত্রিতে)।