Country

3 hours ago

Sandeep Dikshit casts vote: ভোট দিলেন সন্দীপ দীক্ষিত, রাজধানীতে দলের জয় নিয়ে আশাবাদী কংগ্রেস নেতা

Sandeep Dikshit casts vote
Sandeep Dikshit casts vote

 

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি : সকাল সকাল নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন নতুন দিল্লি বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী সন্দীপ দীক্ষিত। বুধবার সকালে নিজের ভোটাধিকার প্রয়োগ করার পর রাজধানীতে দলের জয় নিয়ে আশা প্রকাশ করেছেন এই কংগ্রেস নেতা। নতুন দিল্লি বিধানসভা কেন্দ্রে এএপি প্রধান কেজরিওয়ালের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে পরভেশ বর্মাকে। ওই আসনে কংগ্রেস প্রার্থী করেছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র তথা প্রাক্তন সাংসদ সন্দীপকে।

বুধবার সকালে ভোট দেওয়ার পর সন্দীপ দীক্ষিত বলেছেন, "ভোটাররা উন্নয়নের পক্ষে ভোট দেবেন। জনগণের উচিত একজন ভালো প্রার্থীকে ভোট দেওয়া যে তাঁদের আশা-আকাঙ্খা পূরণ করবে। আমিও জংপুরার জন্য যাকে ভালো মনে করি তাকেই ভোট দিয়েছি। আমি চাই সবাই বাইরে এসে ভোট দেবেন।"

You might also like!