দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সরকারি কর্মচারীদের উদ্দেশ্য রাজ্য সরকারের বিশেষ ঘোষণা। ফেব্রুয়ারি মাসের চলতি সপ্তাহে সরকারি চাকুরীজীবিদের ছুটি থাকছে চার চারটি দিন। সম্প্রতি সবেবরাত উপলক্ষে ১৩ই ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করলো নবান্ন। পাশাপাশি ১৪ তারিখ, শুক্রবার ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি। ১৫ ও ১৬ তারিখ যথাক্রমে শনিবার ও রবিবার থাকায় ছুটি থাকবে। অর্থাৎ চলতি সপ্তাহে পর পর চার দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা।
নবান্ন থেকে মঙ্গলবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, ১৩ তারিখ সব-এ-বরাতের ছুটি পাবেন সমস্ত সরকারি কর্মচারিরা। সরকারি স্কুল, কলেজ, প্রতিষ্ঠান, বোর্ড, কর্পোরেশন, পুরসভা-সহ সমস্ত সরকারি ও সরকার পোষিত অফিস বন্ধ থাকবে এদিন। পাশাপাশি ১৪ তারিখও ছুটি থাকছে ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে।
বৃহস্পতিবার, শুক্রবার হলি-ডে ঘোষণার পাশাপাশি শনি-রবি সরকারি ছুটি থাকবে। ফলত ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ছুটি থাকবে মোট চার দিন। তাই ঘুরতে যাওয়ার এটি সুবর্ণ সুযোগ। শীতের শেষে গরমের শুরুতেই এই চারটি দিনের ছুটিতে সেরে ফেলুন ছোট্ট ট্রিপ। ফেব্রুয়ারিতে ফের ২৬ তারিখ শিবরাত্রি উপলক্ষে ছুটি। তার পরই মার্চে চার দিন ছুটি রয়েছে। ১৪ ও ১৫ই মার্চ দোলের ছুটি। ২৭ তারিখ হরিচাঁদ ঠাকুরের জন্মদিন, ৩১শে মার্চ ইদ-উল-ফিতরের ছুটি।