নয়াদিল্লি : অনুৎপাদক সম্পদের ক্ষেত্রে সোনার নিলামের জন্য সরকার কঠোর নীতি গ্রহণ করছে। এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। লোকসভায় শূন্য কালে অতিরিক্ত প্রশ্নের জবাব কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ বলেন, স্বর্ণ ঋণ মেটাতে ব্যাঙ্ক নয়, এমন আর্থিক প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক ব্যাঙ্কগুলি একই নীতি দ্বারা পরিচালিত হয়।
তিনি বলেন, ঋণ মেটাতে অসমর্থ এমন ব্যাঙ্ক আমানতকারীদের বহুবার নোটিশ পাঠানো হয় এবং এ বিষয়ে তাদের আগাম জানানো হয়ে থাকে। শেষ পর্যন্ত ঋণ মেটাতে যারা অসমর্থ হন বাধ্য হয়ে তাদের গচ্ছিত সোনা নিলাম করতে হয়।