কলকাতা, ১২ ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গ বিধানসভায় বুধবার ২০২৫-২০২৬ আর্থিক বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। তবে তার আগেই তিন দফায় বৈঠক রয়েছে বিধানসভায়। প্রথমতঃ কার্যকরী উপদেষ্টা কমিটির বৈঠক বসছে দুপুর আড়াইটেয়। দ্বিতীয়তঃ এরপর সাড়ে তিনটেয় রয়েছে ৬৭ তম রাজ্য মন্ত্রিসভার বৈঠক। এবং তা হবে বিধানসভায় মুখ্যমন্ত্রীর চেম্বারে। ওই বৈঠকে এ নিয়ে আলোচনা শেষে সিলমোহরের পর তা পেশ করার রীতি বিধানসভায়। উল্লেখ্য, তবে তার আগেই যদিও মন্ত্রিসভার সদস্যদের সম্মতি সূচক পর্বের জন্য রয়েছে পৃথক বৈঠক। তৃতীয়তঃ পৌনে চারটে নাগাদ একই জায়গায় মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডাকা হয়েছে। সর্বসম্মতিক্রমে তা পাশ হলে এরপর পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, অর্থ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য চিরাচরিত ঐতিহ্য মেনে সভা কক্ষে বাজেট পেশ করবেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।