Entertainment

1 year ago

Bhaifota in Tollypara: মুম্বইতে ধুমধাম করে পালিত হল প্রসেনজিতের ভাইফোঁটা

Prosenjit Chatterjee & Pallavi Chatterjee (File Picture)
Prosenjit Chatterjee & Pallavi Chatterjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রতিবছরই ধুমধাম করে ভাইফোঁটা পালন করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে ক্যারিয়ারের ব্যস্ত ইনিংসে এবার তিনি রয়েছেন মুম্বইতে। তবে ভাইফোঁটার আনন্দ কি থেকে কি দুরে থাকা যায়? 

তাই দাদার মঙ্গলকামনায় কলকাতা থেকে মুম্বইতে উড়ে গেলেন বোন পল্লবী চট্টোপাধ্যায় (Pallabi Chatterjee)। সেখানেই বুম্বার কপালে ফোঁটা দিলেন তিনি। ভাইফোঁটার দিন কয়েক আগেই মায়ানগরীতে গিয়েছেন টলিউড সুপারস্টার। তাই এবার আর তাঁর বালিগঞ্জের বাড়িতে বোনরা ফোঁটা দিতে আসতে পারেননি। তবে পল্লবী কিন্তু একাই পৌঁছে গিয়েছেন। আর বোনের হাত থেকে ফোঁটা নিয়েই প্রসেনজিৎ বললেন, “কলকাতা হোক বা মুম্বই, ভাইফোঁটার আনন্দ মিস করা যায় না। আশা করি সকলেরই খুব ভালো কাটছে দিনটা।”  

You might also like!