প্রয়াগরাজ, ১৩ ফেব্রুয়ারি : প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। বৃহস্পতিবার সকালে প্রয়াগরাজ বিমানবন্দরে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই ও রাজ্যপাল রমেন ডেকা এবং বিধানসভার অধ্যক্ষ ড. রমন সিং। তাঁদের সঙ্গে ছিলেন মন্ত্রিসভার অন্যান্য সদস্য, বিধায়ক এবং তাঁদের পরিবারের সদস্যরাও। বিমানবন্দরে পৌঁছে সকলেই রওনা হন ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে। জানা গেছে, এদিন পুণ্যস্নান করে গঙ্গা পুজো করেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই।