West Bengal

16 hours ago

Madhyamik 2025: মাধ্যমিক পরীক্ষা শুরু, পরীক্ষার্থীদের সুবিধার্থে একগুচ্ছ পদক্ষেপ

Madhyamik 2025
Madhyamik 2025

 

কলকাতা, ১০ ফেব্রুয়ারি : এই বছরের মাধ্যমিক শুরু হয়েছে সোমবার থেকে। পরীক্ষার্থীদের সুবিধার্থে একগুচ্ছ পদক্ষেপ করেছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু রাজ্য প্রশাসন। এক দিকে পর্ষদ এবং কলকাতা পুলিশের তরফে পরীক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। চলতি বছরের মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৯,৮৪, ৮৯৪ জন। যা গত বছরের থেকে ৬২ হাজারেরও বেশি। রাজ্য জুড়ে পরীক্ষা হচ্ছে মোট ২,৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে।

মাধ্যমিকের প্রথম দিন প্রথম ভাষার পরীক্ষা। সকাল ১০টা ৪৫ মিনিটে দেওয়া হয় প্রশ্ন। পরীক্ষা শুরু হয় ১১টা থেকে। চলবে দুপুর ২টো পর্যন্ত। পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। যা সচল থাকবে ২৪ ঘণ্টাই। সেন্ট্রাল কন্ট্রোল রুমে যে নম্বরগুলির মাধ্যমে যোগাযোগ করা যাবে, সেগুলি হল— ০৩৩ ২৩২১ ৩৮১৩, ০৩৩ ২৩৫৯ ২২৭৭ এবং ০৩৩ ২৩৩৭ ২২৮২। কলকাতা পুলিশের তরফেও চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। পরীক্ষার্থীরা যে কোনওরকম সমস্যার সম্মুখীন হলে পুলিশের সাহায্য নিতে পারবে ৯৪৩২৬১০০৩৯ নম্বরের মাধ্যমে।

মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে বোলপুরের একটি স্কুলের সামনে ভিড় দেখা যায় পরীক্ষার্থীদের, তমলুকেও একটি স্কুলের সামনে মাধ্যমিক পরীক্ষার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তৃণমূলের আইএনটিটিইউসি-র পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে টোটা পরিষেবা চালু ছিল কালনা শহরে, দেওয়া হয় পানীয় জল এবং গোলাপ ফুলও। উলুবেড়িয়ার একটি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান মন্ত্রী পুলক রায়। সরস্বতী প্রতিমাকে প্রণাম করে মেদিনীপুরের চাঁদড়ার একটি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন পরীক্ষার্থীরা।

১০ ফেব্রুয়ারি— প্রথম ভাষা।

১১ ফেব্রুয়ারি— দ্বিতীয় ভাষা।

১৫ ফেব্রুয়ারি— অঙ্ক।

১৭ ফেব্রুয়ারি— ইতিহাস।

১৮ ফেব্রুয়ারি— ভূগোল।

১৯ ফেব্রুয়ারি— জীবনবিজ্ঞান।

২০ ফেব্রুয়ারি— ভৌতবিজ্ঞান।

২২ ফেব্রুয়ারি— ঐচ্ছিক বিষয়।

You might also like!