Breaking News
 
Malaika-Arjun: পুরনো প্রেম কি তবে নতুন মোড় নিল? অর্জুনকে নিয়ে মালাইকার বিস্ফোরক স্বীকারোক্তি—ফের কাছাকাছি আসার গুঞ্জন তুঙ্গে Veer Pahariya:নূপুরের প্রীতিভোজে শুধুই বীরের দেখা! কৃতি-কবীবের জোড়া অনুপস্থিতিতে উসকে দিল বিচ্ছেদের জল্পনা—তবে কি সব শেষ? Celina Jaitly Reveals Husband Peter Haag : সংসারের ইতি কি উপহারের টোপ দিয়ে? সেলিনা জেটলির চোখের জলে ভিজল অ্যানিভার্সারি—বিচ্ছেদের খবরে তোলপাড় নেটপাড়া Nora Fatehi Rumoured Boyfriend Achraf hakimi : মাঠের হিরো না কি বিতর্কিত নায়ক? নোরার হৃদয়ে জায়গা করে নেওয়া হাকিমির বিরুদ্ধে পুলিশের খাতায় কোন গুরুতর অভিযোগ? Dev:ভোটার তালিকা নিয়ে কমিশনের মুখোমুখি দেব! ‘সাধারণ মানুষের যাতে কষ্ট না হয়’, মানবিক হওয়ার বার্তা তৃণমূল সাংসদের Mohammad Rizwan:মাঠে না কি সার্কাস? রিজওয়ান-হাসানের পারফরম্যান্সে বিরক্ত ক্রিকেট বিশ্ব, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি ভক্তদের তোপের মুখে দুই তারকা

 

Life Style News

3 months ago

Easy Home Remedies: রান্নাঘরের তেলচিটে বাল্ব? মাত্র ৫ মিনিটেই ঘরোয়া উপায়ে ফিরিয়ে আনুন উজ্জ্বলতা!

Easy Home Remedies to Clean Greasy Kitchen Bulbs Before Durga Puja
Easy Home Remedies to Clean Greasy Kitchen Bulbs Before Durga Puja

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পুজোর আগে ঘরদোর পরিষ্কার করার ধুম পড়ে যায় প্রায় সব বাঙালি বাড়িতে। আর তার মধ্যে সবচেয়ে ঝামেলাপূর্ণ জায়গা হল রান্নাঘর। শুধু মেঝে, দেওয়াল বা জানলা-দরজাই নয়, রান্নাঘরের বাল্ব পরিষ্কার করাও এক বড় চ্যালেঞ্জ। তেল-মশলার অতিরিক্ত ব্যবহারের কারণে তেলের ক্ষুদ্র কণাগুলি বাল্বের গায়ে জমে যায়। ফলে বাল্ব হয়ে পড়ে চিটচিটে, কমে যায় আলো, এমনকি তার আয়ুও কমে যেতে পারে। তবে নিয়মিত পরিষ্কার করলে এই সমস্যাগুলো সহজেই এড়ানো সম্ভব।

১.বাল্ব পরিষ্কার করুন: প্রথমে সুইচ বন্ধ করে বাল্ব ঠান্ডা হতে দিন। নরম কাপড় বা টিস্যুতে হালকা সাবান মেশানো জল বা ভিনিগার নিয়ে বাল্বের কাচ আলতো করে মুছে নিন। শুকনো কাপড় দিয়ে ভাল করে মুছে আবার হোল্ডারে লাগান।

২.কভার ব্যবহার করুন: বাল্বের ওপরে কাচের কভার বা প্লাস্টিক শেড ব্যবহার করলে তেল সরাসরি বাল্বে জমবে না।

৩.চিমনি/এগজস্ট ফ্যান চালান: রান্নার সময়ে চিমনি বা এগজস্ট ফ্যান চালালে ধোঁয়া ও তেল বাইরে বেরিয়ে যাবে।

৪.নিয়মিত পরিষ্কার রাখুন: অন্তত সপ্তাহে এক বার বাল্ব ও আশেপাশের এলাকা মুছে ফেলুন।

৫.LED লাইট ব্যবহার করুন: LED লাইটে তাপ কম হয়। তাই তেল কম ধরে এবং পরিষ্কারও সহজে হয়।

ঘরোয়া উপায়ে রান্নাঘরের বাল্ব কী ভাবে পরিষ্কার রাখবেন?

১.ভিনিগার ও জলের মিশ্রণ: পরিমাণ মতো ভিনিগার ও জল মিশিয়ে তাতে নরম কাপড় ভিজিয়ে বাল্ব আলতো করে মুছে দিন। শুকনো কাপড়ে আবার মুছে জায়গা মতো লাগান।

২.লেবু ও বেকিং সোডা: একটি লেবুর টুকরোয় বেকিং সোডা ছড়িয়ে বাল্বে ঘষুন। বেশি দাগ হলে ১০-১৫ মিনিট রেখে আবার মুছে ফেলুন। লেবুর প্রাকৃতিক অ্যাসিড তেলের আস্তরণ তুলে দেয়। পরে শুকনো কাপড়ে মুছে নিন।

৩.ডিশ ওয়াশ লিকুইড: উষ্ণ গরম জলে কয়েক ফোঁটা ডিশ ওয়াশ মিশিয়ে নিন। কাপড়ে ভিজিয়ে বাল্ব মুছে নিন। তার পরে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন।

বাল্ব দীর্ঘদিন টেকসই রাখার কিছু সমাধান: নিয়মিত ধুলো ঝাড়ুন। রান্নাঘরে যথেষ্ট পরিমাণে বাতাস চলাচলের জায়গা রাখুন। ভাজা-পোড়া রান্নার পর বাল্ব দ্রুত মুছে ফেলুন। সব সময়ে বাল্ব ঠান্ডা হলে ও সুইচ বন্ধ করে পরিষ্কার করবেন। নিয়মিত যত্ন নিলেই বাল্ব থাকবে পরিষ্কার, আর রান্নাঘরও থাকবে ঝকঝকে।

You might also like!