Country

3 hours ago

Bijoy Malakar: গোবর্ধন পীঠের শঙ্করাচার্যের আশীর্বাদ গ্রহণ অসমের বিধায়ক বিজয় মালাকারের

Bijoy Malakar
Bijoy Malakar

 

প্রয়াগরাজ, ১৩ ফেব্রুয়ারি  : প্রয়াগরাজ মহাকুম্ভে বৃহস্পতিবার উপস্থিত হন অসমের বিধায়ক বিজয় মালাকার। তিনি সেক্টর ১৮-র হর্ষবর্ধন মার্গে অবস্থিত গোবর্ধন পীঠের শঙ্করাচার্যের শিবিরে গিয়ে আশীর্বাদ গ্রহণ করেন। শিবিরে পৌঁছে তিনি পূজা-অর্চনা করেন এবং ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শঙ্করাচার্যের সঙ্গে ধর্মীয় আলোচনা করার পাশাপাশি আশীর্বাদ গ্রহণ করেন তিনি।

You might also like!