Game

5 days ago

Thomas Bach: আইওসি’র বিদায়ী সভাপতি বাখকে আজীবনের জন্য সম্মানসূচক সভাপতি ঘোষণা

Thomas Bach
Thomas Bach

 

পাইলস, ২০ মার্চ  : আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) বিদায়ী সভাপতি থমাস বাখকে বুধবার আজীবনের জন্য সম্মানসূচক সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। ১২ বছর দায়িত্ব পালনের পর জুনে এই জার্মান প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াবেন। দক্ষিণ গ্রিসে অনুষ্ঠিত আইওসি অধিবেশনে আইওসি সদস্যরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান।

জার্মান আইনজীবী এবং প্রাক্তন অলিম্পিক ফেন্সিং চ্যাম্পিয়ন বাখ ২০১৩ সালে আইওসির দায়িত্ব গ্রহণ করেন এবং তাৎক্ষণিকভাবে অলিম্পিক গেমস এবং আইওসি উভয় ক্ষেত্রেই ব্যাপক সংস্কার প্রবর্তন করেন। ৭১ বছর বয়সী বাখ ২৩ জুন তার পদ থেকে পদত্যাগ করবেন এবং আইওসি সদস্য পদও ত্যাগ করবেন। বাখের উত্তরসূরি হিসেবে সাতজন প্রার্থী রয়েছেন।

You might also like!